ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ২

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যক্তিকে অপহরণের সময় দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল (৬ মার্চ ) রোববার দুপুরে বন্দর উপজেলার কেওডালা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
আটক দুজন হলেন- রূপগঞ্জের গাউসিয়ার গোলাকান্দাইল ৩ নম্বর ওয়ার্ডের আহমেদ আকাশ (৩৫) ও বন্দরের দেওয়ানবাগ কলাবাড়ির নাফিস আলী ভূঁইয়া। এদের মধ্যে আকাশের নামে মাদক ও ভুয়া ডিবি পরিচয়ে অপরাধকাণ্ডের মামলা রয়েছে। আর নাফিস ছিলে গাড়ির ড্রাইভার।
ওসি দীপক চন্দ্র সাহা জানান, বন্দরের কেওডালা এলাকায় ৫০৫ ব্রিকসে (ইটখোলা) ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে দুজনকে আটক করা হয়েছে। এসময় একটি হাইয়েস গাড়ি, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।