বৃদ্ধা আকিরন বেগমকে খুজছেন স্বজনরা

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):
রাজবাড়ীর সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষীকোল গ্রামের বাসিন্দা মানসিক রোগী আকিরন বেগম (৫৪) নামে এক বৃদ্ধা আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বজনরা।
আকিরন বেগমের বড় ছলে মোঃ রফিক জানান, তার কিছুটা মানসিক ভারসাম্যহীনতা রয়েছে। তিনি নিরিবিলি থাকতে পছন্দ করেন।
গত জানুয়ারী মাসের ৪তারিখে অনুিমানিক সকাল ৯টায় লক্ষীকোলর বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান আকিরন বেগম।
সেসময় তার পরনে ছিল চেকের একটা শাড়ি। তারপর আর বাড়ি ফেরেননি। নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তার কোনো হদিস মেলেনি। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মাথার চুল ছােট, মুখােমন্ডলঃ গােলাকার, চুলের রং সাদা কালাে।
আকিরনের খোঁজ চেয়ে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছেলে মোঃ রফিক, যার নম্বর (৯২)
খোঁজ পেলে তার ছেলে মোঃ রফিকের সঙ্গে , +880 1861-434491 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে পরিবারের তরফ থেকে।