ফরিদপুরে বাসচাপায় দুই জন নিহত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফরিদপুরে বাস চাপায় দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল রবিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর সদরের করিমপুর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত দুই পথচারীর নাম পরিচয় জানা যায়নি।
দুই পথচারী নিহতের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, মেহেরপুর থেকে চট্টগ্রামগামী জে,আর পরিবহন নামের একটি বাস করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয়।
এসময় ওই দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। তবে নিহতের নামপরিচয় এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ এব্যাপারে কাজ করছে।