South east bank ad

রাঙামাটিতে শুরু বৈসাবি উৎসব

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

রাঙামাটিতে শুরু বৈসাবি উৎসব

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় অনুষ্ঠান বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু উৎসব শুরু হয়েছে। সংক্ষেপে এটি বৈসাবি উৎসব বলা হয়ে থাকে। পাহাড়ে বসবাসরত ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব এটি। করোনার কারণে গেল দুটি বছর পাহাড়ে বৈসুক সাংগ্রাই বিজু বিষু উৎসব হয়নি। পরিস্থিতি তুলনামূলক কিছুটা স্বাভাবিক হওয়ায়

এবার বর্ণাঢ্য আয়োজনে উৎসব হচ্ছে পাহাড়ে।

বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বর্ষবরণকে কেন্দ্র করে পাহাড়িরা ১৫ দিনব্যাপী উৎসব করে থাকে। মূল উৎসব হয় ৩০ চৈত্র। ১২ এপ্রিল কাপ্তাই হ্রদে ভাসানো হবে ফুল। আগামী ১৬ এপ্রিল রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় জলকেলী উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের এ বর্ণিল উৎসব।

রাঙামাটি জেলা পরিষদ ও জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ৪ থেকে ৮ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করেছে। এর পর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানমালা আয়োজন করবে। মেলা প্রতিদিন বিকাল ৪টায় শুরু হবে, চলবে রাত ৯টা পর্যন্ত।

মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন খাদ্যদ্রব্য ও ব্যবহার্য পোশাকের ৫০টি স্টল বসেছে। এ ছাড়া রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটে প্রতিদিন বিকাল থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা উপলক্ষে গত সোমবার বিকালে রাঙামাটি সরকারি কলেজ গেট থেকে বৈসাবির আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এ উৎসবের সূচনা করা হয়। শোভাযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে নানা বয়সের পাহাড়ি মানুষ অংশ নেন। পরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা পাহাড়ি শিল্পীরা বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশন উপস্থাপন করেন।

গত সোমবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউ প্রাঙ্গণে বৈসাবি উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। এর পর পরই নাচেগানে মেতে ওঠেন পাহাড়ি শিল্পীরা। পাহাড়িদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সমতল থেকে আসা মানুষও যোগ দিয়েছেন এ উৎসবে। উদ্বোধনী দিনের আয়োজন ছিল শোভাযাত্রা, ডিসপ্লে নৃত্য, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ইমতাজ উদ্দিন, রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। আলোচনাসভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংস্?ুই ছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, মুছা মাতব্বর, এড দীননাথ তঞ্চঙ্গ্যা, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: