South east bank ad

চতুর্থ শিল্প বিপ্লবে গ্রাজুয়েটদের ভূমিকা রাখতে হবে: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

চতুর্থ শিল্প বিপ্লবে গ্রাজুয়েটদের ভূমিকা রাখতে হবে: শিক্ষামন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,দেশের চতুর্থ শিল্প বিপ্লবের প্রসার ও বাস্তবায়নে গ্রাজুয়েটদের মুখ্য ভূমিকা রাখতে হবে।

রোববার রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির ৭ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যায়তনিক যোগ্যতা অর্জনের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার আধুনিকায়নে গ্রাজুয়েটদের অংশগ্রহণ করতে হবে।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। সমাবর্তনে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: