শিরোনাম

South east bank ad

বেঁচে থাকার তাগিদে অন্ধ ছেলেকে নিয়ে ভিক্ষা করছেন মা

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (সালথা) :

খাবার ও সাহায্যের আশায় অন্ধ ছেলেকে সাথে করেই বেঁচে থাকার তাগিদে ভিক্ষা করছেন ৮৮ বছরের এক মা। শহরের পৌরসভার পাশেই দেখা যায় এই মা ও তার ছেলেকে। এক প্রতিক্রিয়ায় মা জানান খাবার ও সাহায্যের আশায় পথে পথে ঘুরছেন তারা। এই মায়ের নাম রূপসী, শহরের হাড়োকান্দি তে বাস করেন তিনি।

অন্যদিকে ছেলে কুব্বাত (৬২) দুজন একসাথেই পেটের দায়ে ভিক্ষা করছেন। তারা বলেন, অনেকদিন আগে থানা থেকে তাদের কিছু খাদ্য সাহায্য দিয়েছিল। এরপরে তারা কোন সাহায্য সহযোগিতা পাননি। লকডাউন এর সময় তাদের জন্য কষ্ট বর্তমানে চরমে উঠেছে। কেননা সাধারণ মানুষ খাবার দিতে চায়না। টাকা দিতে চায় না। তাই অর্ধাহারে-অনাহারে সময় কাটছে তাদের।

তারা এ ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ফরিদপুর ও‌ ফরিদপুর উপজেলা ও ফরিদপুর পৌরসভার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন এরা যদি তাদের সামান্য কিছু সাহায্য দিত। তাহলে এই মহামারী সময় তারা বেঁচে থাকতে পারতাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: