দুদকের মামলায় রুহুল আমিন হাওলাদারকে আত্মসমর্পণের নির্দেশ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অব্যাহতি আদেশের বিরুদ্ধে দুদকের করা রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।