South east bank ad

জহুরুল হক কর্তৃক ভাসানচরে স্থানান্তরে সহায়তা

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বেচ্ছায় গমনেচ্ছুক FDMN (FORCIBLY DISPLACED MYANMAR NATIONALS) দেরকে কক্সবাজার জেলার কুতুপালং হতে নোয়াখালী জেলার অন্তর্গত ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে।

ইতোমধ্যে গত ০৩ ডিসেম্বর ২০২০ তারিখ হতে সর্বমোট ১০টি ধাপে ১৯,৩৮৫ জন FDMN দের ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর নিকট হস্তান্তরের পূর্বে চট্টগ্রামস্থ বা বি বা ঘাঁটি জহুরুল হক এ তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।

বা বি বা জহুরুল হক ঘাঁটিতে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করতঃ তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা, খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রশাসনিক সুবিধাদি প্রদান করা হয়।

গতকাল ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আরও প্রায় ১৯০৪ জন FDMN ভাসানচরে স্থানান্তরের নিমিত্তে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ রাত্রিযাপন করে। আজ ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে তারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে। ভবিষ্যতেও বাংলাদেশ সরকার কর্তৃক অর্পণকৃত যেকোন ধরনের কার্যক্রম পরিচালনায় বিমান বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: