বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ইটস রোল: প্রেজেন্ট অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. এজাজুল ইসলাম, নির্বাহী পরিচালক (গবেষণা), বিবিটিএর নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন। বিবিটিএর পরিচালক মো. মেজবাহ উদ্দিন মডারেটর হিসেবে সেমিনারে দায়িত্ব পালন করেন। এতে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হতে পরিচালক পর্যায়ের সর্বমোট ১১৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।