শিরোনাম

South east bank ad

জিয়াউল আহসানের ১০০ বিঘা জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

জিয়াউল আহসানের ১০০ বিঘা জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়ি ও প্রায় ১০০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দেয়া হয়েছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দ সম্পত্তির তালিকা সম্পর্কে দুদকের জনসংযোগ কর্মকর্তা কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘এর মধ্যে মিরপুর ডিওএইচএসের ১ হাজার ৪৬০ ও ২ হাজার ১১০ বর্গফুটের দুটি ও উত্তরার ২ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে।’

এছাড়া বরিশালে পৈত্রিক সম্পত্তিতে নির্মিত আটতলা বাড়ি, একই জেলার বাগানবাড়ি, পুকুরসহ একটি বাড়ি, ১ হাজার ২৭০ বর্গফুটের একতলা পুরনো বাড়ি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত আটতলা ভবনও রয়েছে জব্দ তালিকায়। সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদনটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।

আবেদনে বলা হয়, জিয়াউল আহসান স্থাবর সম্পদ বিক্রি ও ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

গত ২৩ জানুয়ারি জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৪০ কোটি ৮৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ’ অর্জন এবং ৩৪২ কোটি টাকার ‘অস্বাভাবিক লেনদেনের’ অভিযোগে মামলা করে দুদক।

গত বছরের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়। গণহত্যার দায়ে করা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় গত বছরের ৬ আগস্ট চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় জিয়াউল আহসানকে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: