সাড়ে ৬ কোটি টাকার মাদক ফেলে পালাল কারবারিরা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মিয়ানমার থেকে টেকনাফের জালিয়ার দ্বীপে অবৈধভাবে প্রবেশকালে ৬ কোটি ৭০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৪ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির দুইটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুইজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেয়।
এ সময় ওই ব্যক্তিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি করে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।