South east bank ad

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির জন্মদিন আজ

 প্রকাশ: ০৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির জন্মদিন আজ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর জন্মদিন আজ । জাহিদ আহসান রাসেলের জন্ম ১৯৭৮ সালে গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার হায়দ্রারাবাদ গ্রামে। তৃতীয়বার নির্বাচিত এ সংসদ সদস্যের বাবা সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টার। গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। ২০০৪ সালের ৭ মে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি থাকাকালীন সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন আহসানউল্লাহ মাস্টার।

২০০৩ সাল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তখন ২৫ বছরের টগবগে যুবক মো. জাহিদ আহসান রাসেলের জন্মদিনটা ঘটা করেই পালন হতো বাসায়। ৮ মে ছেলের জন্মদিনে কেক কাটা থেকে শুরু করে কত আয়োজন করতেন বাবা-মাসহ পরিবারের সদস্যরা। গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এলাকার বাসাটি তখন মুখরিত হয়ে উঠতো রাসেলের জন্মদিন ঘিরে।

২০০৪ সাল থেকে বদলে গেল মো. জাহিদ আহসান রাসেলের জীবনের দৃশ্যপট। সন্ত্রাস নামের একটা ঝড় এলোমেলো করে দিল সবকিছু। ওই বছর ৭ মে প্রকাশ্য দিবালোকে তার বাবা প্রখ্যাত শ্রমিক নেতা এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ আহসানউল্লাহ মাস্টারকে নির্মমভাবে খুন করে বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে একদল সন্ত্রাসী।
তাই তো পিতার শাহাদাতবার্ষিকীতে কেঁদে কেঁদে হত্যাকারীদের বিচার চাইতে হয় বাবার সংসদীয় আসনে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে।

বাবার মৃত্যু হয়েছে ৭ মে। পরের দিন ৮ মে জন্মদিন মো. জাহিদ আহসান রাসেলের। ২০০৪ সাল থেকে জন্মদিনটা অন্যসব দিনগুলোর মতোই হয়ে গেছে তার। এই দিনটি এলেই তিনি চুপ হয়ে যান। সারাদিন নিজেকে রাখেন ঘরবন্দি। কোনো প্রকার আনুষ্ঠানিকতা তিনি আর পছন্দ করেন না। ‘শুভ জন্মদিন’ শুভাকাঙ্ক্ষীদের মুখের এই শুভেচ্ছাটুকুও তাকে এখন আনন্দ দেয় না।

বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জাহিদ আহসান রাসেল এমপিকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: