সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর জন্মদিন আজ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর জন্মদিন আজ। হেলালুদ্দীন আহমদ এর আগে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ৩০ জুলাই ২০১৭ তারিখে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করেন। গত ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২৩ মে ১৯৬৩ সালে কক্সবাজার জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম পরিবারের পক্ষ থেকে হেলালুদ্দীন আহমদকে জন্মদিনের শুভেচ্ছা।