এআইজি মিডিয়া সোহেল রানা এর জন্মদিন আজ
বাংলাদেশ পুলিশ এর এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা এর জন্মদিন আজ। মানবিক পুলিশ হিসেবে কাজ করে চলা পুলিশ কর্মকর্তাদের মধ্যে সোহেল রানা প্রথম সারির একজন।
এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা নিজের কাজকে উপভোগ্য কিভাবে করেন এনিয়ে বলেন, আমার অফুরন্ত সুযোগ রয়েছে আমার দেশের মানুষ ও প্রানের পাশে থাকার। এ এক অসামান্য সুযোগ যা আমার দেশ ও জনগণ আমাকে দিয়েছে। আমার সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আমি এ শক্তিকে অনুভব করেছি মনে প্রানে। ক্ষুদ্র আমি এই সামর্থ্যের পুরোটা তাই কাজে লাগাতে চেয়েছি মাটি ও মানুষের জন্য।
আমি চাকরি করিনি কোনোদিন। ভালোবেসেছি সেবা ও কাজকে। ভালবেসে কাজ করেছি। করেছি বেশি বেশি। দশটা পাঁচটার শেকলে ধরা দিইনি কোনোদিন। চাকরি করলে দু’টি ফাইলে সই করে, দু’কদম লেফট রাইট করেই, দিন শেষে তৃপ্তির ঢেকুর তুলতে পারতাম, যেমনটা অনেকেই করেন। চাকরি করলে বেঁধে দেয়া বৃত্ত ও ছকের মধ্যেই ঘুরপাক খেতাম চিরদিন। আমি তা করিনি। আমি মানুষের প্রয়োজনে চিরকাল বৃত্তের পরিমিতি বাড়িয়েছি, কমিয়েছি। দিনশেষে আমি জবাবদিহিতা করেছি, করতে চেয়েছি, রাষ্ট্রের পাশাপাশি আমার দেশের মানুষের কাছে।
আমি একজন গর্বিত বাংলাদেশি বাঙালি। অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ হৃদয়ে লালন করেছি চিরকাল। আমি গর্বিত একজন পুলিশ সদস্য হিসেবেও।
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে এআইজি মিডিয়া সোহেল রানাকে জন্মদিনের শুভেচ্ছা।