প্রবীণ জনসংযোগবিদ, প্রখ্যাত কথা সাহিত্যিক আতা সরকার এর জন্মদিন আজ
বাংলাদেশের অন্যতম প্রথিতযশা জনসংযোগবিদ, বাংলাদেশ জনসংযোগ সমিতির প্রবীণ সদস্য, ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ বিভাগের সাবেক প্রধান, বরেণ্য কথা সাহিত্যিক আতা সরকারের জন্মদিন আজ।
জামালপুরের জন্মগ্রহণকারী, সময়ের সাহসী সন্তান, আতা সরকার কৈশোরে আইয়ুব খানের কালাকানুনের বিরুদ্ধে তার সম্পাদিত ম্যাগাজিন প্রভা ও ১৯৭৬ সালে সামরিক শাসনামলে তার লেখা প্রকাশের দায়ে লিটল ম্যাগাজিন অনিকেত এর সব কপি বাজেয়াপ্ত করা হয়।
১৯৭৪ সালে সাপ্তাহিক চাষীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন,১৯৮৫ সালে ইসলামী ব্যাংকে জনসংযোগ বিভাগে যোগ দেন।
লিখেছেন অনেক প্রবন্ধ, গল্প ও উপন্যাস। তার সব লেখাই পাঠকপ্রিয়তা পেয়েছে। এখনও তিনি লিখে চলেছেন।
বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে আতা সরকারকে জন্মদিনের শুভেচ্ছা।