নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ-এর শুভ জন্মদিন আজ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিচারপতি আবু মোহাম্মদ আবদুল্লাহর তৃতীয় সন্তান মাতলুব আহমাদ গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। মূলত এখানে পড়ার সময়ই তিনি বাংলাদেশের পরিবহন খাতের ভবিষ্যৎ চাহিদাকে উপলব্ধি করেন এবং ভাবতে থাকেন কিভাবে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষগুলকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা যায়।
এই চিন্তাধারাকে সামনে রেখে ১৯৮১ সালে গড়ে তোলেন নিটল মটরস, যা দেশের অটোমোবাইল সেক্টরে একটি সমাদৃত নাম। এর পাশাপাশি বেশ কিছু ইন্ডাস্ট্রিস ও সার্ভিস প্রতিষ্ঠান তৈরি করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।
বর্তমানে যে গ্রুপে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে প্রায় ৯০০০ কর্মী। সহজাত নেতৃত্ব গুণের অংশ হিসেবে এফবিসিসিআই এর সাবেক এই প্রেসিডেন্ট প্রতিষ্ঠা করেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার, অটোমোবাইল এসোসিয়েশন, সিমেন্ট এসোসিয়েশন।
নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ-এর শুভ জন্মদিনে bdfinancialnews24.com পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।