স্বাস্থ্যবিধি নিশ্চিতে ডিএসসিসির দুই ভ্রাম্যমাণ আদালত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি ভ্রাম্যমাণ আদলত মাঠে রয়েছে। আজ সোমবার দুপুরে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিনউল্ল্যাহ নুরী এ তথ্য জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত দুটি আজ নাগরিকদের জরিমানা করবে না। বরং প্রথমদিনে সবাইকে সচেতন করতে কাজ করবে বলে জানিয়েছেন এ নগর কর্তা।
আমিনউল্ল্যাহ নুরী বলেন, সরকারের যে নির্দেশনা রয়েছে, তা নিশ্চিত করতে আমাদের দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। আজ জরিমানা করা হবে না। তারা জনগণকে সতর্ক করবেন। মানুষকে বুঝাবেন। না বুঝলে তখন আমরা দেখব।
এর আগে রবিবার ৭ দিনের লকডাউন ঘোষণা করে সরকার। যা আজ ৫ এপ্রিল ভোর ৬টা থেকে কার্যকর হয়েছে। চলবে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা দিয়েছে সরকার। সেখানে বলা হয়েছে সকল প্রকার গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া, বিদেশগামী/বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।