ডিএসসিসির অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ও মশার লার্ভা পাওয়ায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। রাতে নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
অভিযানে লকডাউনের আওতায় আরোপিত শর্তাবলী ভঙ্গ, স্বাস্থ্যবিধি না মানা ও কিছু স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় সব মিলিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসি অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনিন ধানমণ্ডি ও হাতিরপুল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি সাত মসজিদ রোডের ইউনিমার্টসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও খাবার দোকানে সরকার ঘোষিত নির্দেশনা ভঙ্গ করে খাবার পরিবেশন করায় ছয়টি মামলা দায়ের ও নগদ ৩৩ হাজার টাকা জরিমানা করেন। পরে তিনি হাতিরপুল এলাকায় রাস্তার উপরে অবৈধভাবে প্রতিষ্ঠিত কাঁচাবাজার সরিয়ে দেন।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা নগরীর ধানমণ্ডি এলাকায় ১৬টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে দু’টি ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিকের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের ও নগদ ৯০ হাজার টাকা জরিমানা করেন।
এরপরে ম্যাজিস্ট্রেট ত্রপা বাংলামোটর এলাকায় রাস্তার উপর পাকা ভবনের ভাঙা রাবিশ ফেলে রাখতে দেখতে পান। এ সময় রাবিশসহ রাস্তা বন্ধ করে রাখা মালামাল সরিয়ে নেওয়ার শর্তে ভবন মালিক মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে রাস্তার উপর যেন এ ধরনের রাবিশ না রাখা হয় সে বিষয়ে সতর্ক করেন।
পাশাপাশি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ৪০ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন ২৫টি স্থাপনায় এডিস মশার লার্ভা বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় দু’টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দু’টি মামলা দায়ের ও নগদ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।