শিরোনাম

South east bank ad

করোনা মোকাবিলায় ডিএনসিসির তরল জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

করোনা মোকাবিলায় ডিএনসিসির তরল জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত

বিশ্বব্যাপী মহামারির রূপ নেওয়া করোনাভাইরাস ঠেকানোর এখন পর্যন্ত কার্যকর উপায় ব্যক্তিগত সতর্কতা ও পরিচ্ছন্নতা। গবেষকদের তথ্য অনুযায়ী, ভয়ংকর এই ভাইরাস বাতাসে তিন ঘণ্টা, তামার ওপর চার ঘণ্টা, কার্ডবোর্ডের ওপর ২৪ ঘণ্টা এবং প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের ওপর দুই থেকে তিন দিন বেঁচে থাকতে পারে।

এমন অবস্থায় এসব বস্তুতে থাকা জীবাণু থেকেও মানুষ কোভিড-১৯ রোগে (করোনাভাইরাস) আক্রান্ত হতে পারে।

কিন্তু চাইলে খুব সহজেই জীবাণু থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে বাজারে সহজলভ্য ব্লিচিং পাউডার খুবই কার্যকর হতে পারে। নির্দিষ্ট পরিমাণ ব্লিচিং পাউডারের সঙ্গে প্রয়োজনমতো পানি মিশিয়ে এই জীবাণুনাশক তৈরি করা যায়।

করোনা ভাইরাস মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে। আজ ডিএনসিসির বিভিন্ন স্থানে তরল জীবাণুনাশক ছিটানো অব্যাহত রাখা হয় । আজ পানির গাড়িতে করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির উদ‍্যোগে বিভিন্ন অঞ্চলের ফুটপাতসহ সড়কগুলোতে জীবানুনাশক ছিটানো শুরু হয়েছে। এনসিসি অঞ্চল-১ এর উত্তরা হাউজ বিল্ডিং, আজমপুর, রাজলক্ষী, সেক্টর-৬, সেক্টর-১২ ও আশপাশের এলাকায় এবং অঞ্চল-৪ এর গাবতলী, মাজার রোড, টোলারবাগ, মিরপুর-২, ৬০ ফিট, শিশু হাসপাতাল, মিরপুর-১০ নম্বর গোলচত্তর, মিরপুর-১৪, ক‍্যান্টনমেন্ট, কচুক্ষেত ও তার আশপাশের এলাকায় ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: