শিরোনাম

South east bank ad

নিজস্ব ফায়ার সেফটি না থাকলে হোল্ডিং-ট্রেড লাইসেন্স নয়: আতিক

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

কোনো ভবন বা স্থাপনার নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থা তথা অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে বলে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থা না থাকলে সেই ভবনে হোল্ডিং নম্বর বা ট্রেড লাইসেন্স দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোববার (১৮ এপ্রিল) সেভ দ্য চিলড্রেন আয়োজিত এক ভার্চ্যুয়াল সংলাপে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন-ইকো এর সহযোগিতায় ‘নগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা’ শিরোনামে এ সংলাপ আয়োজিত হয়।

আতিকুল ইসলাম বলেন, বিশ্বের অন্যতম জনবহুল নগরী রাজধানী ঢাকায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সব মিলিয়ে চল্লিশটিরও অধিক সংস্থা কাজ করে থাকে। সঙ্গত কারণেই যেকোনো দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সাধ্য মোতাবেক সর্বাত্মক সহযোগিতা করবো।

এ সময় ভবন মালিকদের হুঁশিয়ার করে ডিএনসিসি মেয়র বলেন, প্রত্যেক ভবনের নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থা থাকতে হবে। যাদের থাকবে না ভবিষ্যতে আমরা তাদের হোল্ডিং নম্বর বা ট্রেড লাইসেন্স (ব্যবসা প্রতিষ্ঠান) দেব না।

আতিকুল ইসলাম করোনা ভাইরাস মোকাবিলায় সবাই সরকার কর্তৃক জারিকৃত ১৮ দফা নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: