শিরোনাম

South east bank ad

অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেন মেয়র আতিক

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেন মেয়র আতিক

অবৈধ দখলদারদের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসির কোনো কাউন্সিলরও যদি অবৈধ দখলের সঙ্গে জড়িত থাকে তাহলে ডিএনসিসির পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২১ এপ্রিল) কল‍্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্প এলাকায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন আতিক। আতিকুল ইসলাম বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএনসিসি কাজ করে যাচ্ছে। জলাবদ্ধতার সমস্যা সমাধানে পরিকল্পিত জলধারা খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমিও অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু অধিগ্রহণ করা জমির উল্লেখযোগ্য অংশই অবৈধ দখলদারদের দখলে রয়েছে।

দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই তাদের দখল ছাড়তে হবে। অন্যথায় বিনা নোটিশে অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এখনই সবাইকে সোচ্চার হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব‍্যবহার নিশ্চিত করা হবে।

ওয়াসা থেকে বুঝে পাওয়া খালগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে মেয়র বলেন, খালগুলো যখন ওয়াসার ব্যবস্থাপনায় ছিল তখন সেগুলো সঠিকভাবে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়নি। এরই মধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে, যা চলমান রয়েছে।

মেয়রের পরিদর্শনকালে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: