ঢাকা উত্তর সিটিতে স্বাস্থ্যবিধি না মানায় ১২ হাজার টাকা জরিমানা
করোনা সংক্রমণ রোধে লকডাউনে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ১১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ এপ্রিল) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-৩ এর ২১ নম্বর ওয়ার্ডের উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করে।
এ সময় সবাইকে করোনাভাইরাস রোধে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।