বরিশাল নগরীতে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন সাদিক আবদুল্লাহ
প্রতি বছর বর্ষায় জলাবদ্ধতার শিকার হয় বরিশাল নগরবাসী। জোয়ারের পানি এবং অতিবৃষ্টির পানি আটকে থাকে দীর্ঘক্ষণ। এতে নগরবাসীর চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে বর্ষা সামনে রেখে বরিশাল নগরীর খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করেছে সিটি করপোরেশন।
সোমবার বেলা ১১টায় নগরীর চৌমাথা বাজার সংলগ্ন নবগ্রাম খালের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মেয়র সাদিক আবদুল্লাহ।
উদ্বোধন শেষে মেয়র বলেন, বরিশালের খালগুলোর বেশির ভাগ নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেক খাল নাব্যতা হারিয়েছে। কোনওটা অবৈধভাবে দখল হয়ে গেছে। খাল সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষার সময় কিংবা জোয়ারের পানি প্রবেশ করলে নগরীর বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাটু পানির নিচে থাকে বিভিন্ন এলাকা।
এ কারণে নগরবাসীকে জলবদ্ধতার হাত থেকে রক্ষায় এবার বর্ষার আগেই খালগুলোয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। যাতে বর্ষার সময় কিছুটা হলেও আটকে পড়া পানি নিষ্কাশন হতে পারে। সোমবার থেকে শুরু হওয়া এই পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম মাসব্যাপী চলবে। উদ্বোধনকালে বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নগরীর ৪১টি খাল পুনঃখনন, তীর সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য প্রায় ২ হাজার ৪শ’ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প মন্ত্রণঅলয়ে জমা দেওয়া আছে বলে জানিয়েছেন মেয়র।