শিরোনাম

South east bank ad

করোনার ২য় ডোজের টিকা নিলেন মেয়র রেজাউল

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

করোনার ২য় ডোজের টিকা নিলেন মেয়র রেজাউল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী রবিবার সিটি কর্পোরেশন পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করেছেন।

টিকা গ্রহণকালে তিনি বলেন, বর্তমান করোনার উর্ধ্বমুখী সংক্রমণের কারণে বিশ্বব্যাপী মৃত্যু বেড়েই চলছে। যে কারণে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরিধানের বিকল্প নেই।

ইতোমধ্যে রাশিয়ার স্পুটনিক ও চীনের সাথে যৌথভাবে টিকা উৎপাদনে যাচ্ছে সরকার। মাস দুয়েকের মধ্যে টিকার উৎপাদন শুরু হলে দেশে টিকার সংকট থাকবে না। তিনি নগরবাসীকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি করোনার কোন উপসর্গ দেখা দিলে টেস্টের পাশাপাশি নগরীর লালদিঘী পাড়স্থ লাইব্রেরি ও দুযোর্গ ব্যবস্থাপনা ভবনে আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা নেয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও অন্যান্য চিকিৎসকবৃন্দ।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: