শিরোনাম

South east bank ad

গুলশান শপিং সেন্টারে অভিযান, মাস্ক না পরায় দোকান বন্ধ করে দিলেন মেয়র আতিক

 প্রকাশ: ০৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

গুলশান শপিং সেন্টারে অভিযান, মাস্ক না পরায় দোকান বন্ধ করে দিলেন মেয়র আতিক

রাজধানীর গুলশান-১ এর গুলশান শপিং সেন্টারে মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট। অভিযানকালে কয়েকটি দোকানে মাস্ক ছাড়া ক্রেতা থাকায় ওই দোকান বন্ধ করার নির্দেশ দেন মেয়র।

এরপর আজ বুধবার (৫ মে) মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান বন্ধ করার পাশাপাশি জরিমানা করে গুলশান শপিং সেন্টারে এমএম ট্রেডিং সেন্টার, গুলশান হার্ডওয়্যারসহ তিনটি দোকান বন্ধ করে দেন।

এরপর মেয়র বলেন, আপনারা আমাকে দেখে না, নিজের নিরাপত্তার স্বার্থে মাস্ক পরুন। মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেওয়া হবে। এসময় যাদের মুখে মাস্ক ছিল তাদেরকে মাস্ক উপহার দেন তিনি।

অভিযানে মেয়রের সঙ্গে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো.সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহা:আমিরুল ইসলামসহ ডিএনসিসি কর্মকর্তাগণ।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: