South east bank ad

মেয়র আতিকের সঙ্গে আসিয়ানভুক্ত ৭ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

মেয়র আতিকের সঙ্গে আসিয়ানভুক্ত ৭ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আসিয়ানভুক্ত সাত দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল রোববার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে রাষ্ট্রদূতেরা এ সাক্ষাৎ করেন। পারস্পারিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আসিয়ানভুক্ত আটটি দেশ ও ঢাকার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আসিয়ান-ঢাকা কমিটি (এডিসি)।

শুরুতেই এডিসির চেয়ারম্যান ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন। তিনি বলেন, এডিসির সদস্য আসিয়ানভুক্ত আটটি দেশ ও ঢাকার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেবো। আমরা শুরুতে ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।

আলোচনায় আগামী আগস্টে ডিএনসিসি এলাকায় এডিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সম্ভাব্য সময় নির্ধারিত হয়। এসময় শহরগুলোর মধ্যে কীভাবে ফুটপাত ব্যবস্থাপনাসহ অন্যান্য কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা বিনিময় করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, এডিসির সদস্যগুলোর মধ্যে ‘সিস্টার সিটি’ গড়ে তোলার মাধ্যমে একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবো। এর ফলে পারস্পরিক সহযোগিতা বাড়বে।

মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো, ব্রুনেইয়ের হাইকমিশনার হ্যারিস ওথম্যান, মালেশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদ্দি সামিতমোর, ফিলিপাইনের রাষ্ট্রদূত এল্যান এল. ডেনিগা ও সিংগাপুরের কনস্যুলার শীলা পিলাই।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: