South east bank ad

ঈদের রাতেই কোরবানির বর্জ্য সরাবে রাসিক

 প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

ঈদের রাতেই কোরবানির বর্জ্য সরাবে রাসিক

ঈদের রাতের মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (৭ জুলাই) রাসিকের ‘নির্দিষ্ট স্থানে কোরবানির পশুজবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ’ বিষয়ক সভায় এই ঘোষণা দেন সিটি মেয়র।

দুপুরের দিকে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র। ওই সভায় রাসিকের ওয়ার্ড সচিব, সুপারভাইজার এবং পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজার অংশ নেন।

মেয়র লিটন বলেন, দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীর প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

কন্ট্রোল রুমের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং-০১৭১৩০৯৮৯৫৬ ও অফিস সহকারী-০১৭১৬৪০৮০৭১ দায়িত্ব পালন করবেন। সহায়তা চেয়ে ঈদের দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। সবার সহযোগিতা পেলে গতবারের মতোই এবারও ঈদের রাতের মধ্যেই আমরা কোরবানির সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হব।

তিনি বলেন, ঈদুল আজহার দিবাগত রাতের মধ্যেই নগরের কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য নির্দিষ্ট স্থানে কোরবানির পশুজবেহকরণ এবং পরবর্তীতে বর্জ্য অপসারণ কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

মেয়র আরও বলেন, নগরবাসীসহ সবার সহযোগিতায় রাজশাহী এক অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সভায় উল্লেখ করেন কীভাবে রাজশাহী সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তা দেখতেও বলেন। নগরবাসীর আন্তরিক সহযোগিতায় অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় রাসিকের স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়নসহ সব ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে।

ইপিআই কার্যক্রমে পরপর দশবার দেশসেরা। পরিবেশ উন্নয়নে দ্বিতীয়বারের মতো এ বছরও জাতীয় পরিবেশ পদক লাভ করেছে। দেশি-বিদেশি সবার নিকট ইতোমধ্যে রাজশাহী পরিচ্ছন্ন সবুজ ও নির্মল বায়ুর শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। আর এটি সম্ভব হয়েছে আপনাদের আন্তরিক প্রচেষ্টার ফলে।

রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: