নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণ: মেয়র তাপস
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রোববার দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীর সব এলাকার বর্জ্য অপসারণ করতে পারবো।
সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে অংশ নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মেয়র তাপস বলেন, আমি সবাইকে অনুরোধ করবো সুষ্ঠুভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে কোরবানি করুন। বর্জ্য নির্ধারিত স্থানে রাখুন। এরপর আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ শুরু করবো।
ঈদ জামাতে আরো অংশ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আমি ঢাকাবাসীকে অনুরোধ করবো, আপনারা আমাদের সাহায্য করুন। নির্দিষ্ট স্থানে কোরবানির পশুর বর্জ্য রাখুন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এরই মধ্যে কাজ শুরু করেছে। জনগণের সহযোগিতা পেলে শিগগিরই সব বর্জ্য অপসারণ করতে পারবো।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের প্রধান জামাতে ইমামতি করেন।