South east bank ad

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকি করা হবে: মেয়র তাপস

 প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকি করা হবে: মেয়র তাপস

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু রোগ ও এডিস মশার বিস্তার প্রতিরোধ করার জন্য আজ থেকে আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করলাম। এর মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আমরা সরাসরি তদারকি করবো।

রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন ঢাদসিক মেয়র। নিয়ন্ত্রণ কক্ষ হতে সংযুক্ত হয়ে সরাসরি ফেসবুক লাইভে নির্দেশিত কার্যক্রম তিনি মনিটরিং করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী দুই মাস এ কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা আশাবাদী যে, এতে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো।

তিনি বলেন, আমাদের সব কাউন্সিলর এরই মধ্যে কাজে নেমে গেছে। সকাল থেকেই আমরা কার্যক্রম শুরু করেছি। আজ আমরা বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন রোগীকে শনাক্ত করতে পেরেছি। এছাড়াও আমাদের নিয়মিত কার্যক্রম, সেটাও আমরা নিয়ন্ত্রণ কক্ষ থেকেই সরাসরি তদারকি করবো।

মশক সুপারভাইজার, কাউন্সিলর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সরাসরি তথ্য দিচ্ছেন জানিয়ে ঢাদসিক মেয়র বলেন, এছাড়াও ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন নির্মাণাধীন বাসা, সরকারি আবাসনসহ যেসব জায়গায় ব্যত্যয় পাচ্ছেন, সেসব জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।

এ সময় অন্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: