কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের বিচার দাবি ডিএনসিসি মেয়রের
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
রোববার রাতে জাতীয় সংসদ ভবন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু-শোক আমাদের শক্তি’ শীর্ষক আলোচনা এবং মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, খুনিরা সেদিন ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে। তারা জানে না বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। খুনিরা ব্যক্তি মুজিবকে হত্যা করেছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি।
তিনি আরো বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছে। বাঙালির বুকে কাল দাগ লাগিয়েছে। বঙ্গবন্ধুর পলাতক খুনিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে বের করে ফাসি কার্যকর করতে হবে।
এ সময় ঢাকা-১৩ আসনের এমপি মো. সাদেক খান, ঢাকা-১৫ আসনের এমপি মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৪ আসনের এমপি আগা খান মিন্টু, সংরক্ষিত আসনের এমপি নাহিদ ইজাহার খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।