শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: লিটন

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না: লিটন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধু একজন মহানায়ক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাই তো বিশ্ব তাকে শুধু হাজার বছরের বাঙালি নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে অভিহিত করেছে।

সোমবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। আর বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশকে জানা হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর দেশ গড়তে মাত্র ৩ বছর ৮ মাস সময় পেয়েছিলেন বঙ্গববন্ধু। এই অল্প সময়ে বিভিন্ন কাজের সূচনা করেছিলেন। এক সঙ্গে প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন ও শেল কোম্পানির কাছ থেকে বিভিন্ন গ্যাসক্ষেত্র কেনেন। সেই গ্যাস ক্ষেত্রগুলো থেকে এখনো গ্যাসের জোগান পাচ্ছি।

রাসিক মেয়র বলেন, কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি এবং সুফলভোগীদের খুঁজে বের করতে হবে। বঙ্গবন্ধু হত্যায় দেশীয় এজেন্টদের মধ্যে জিয়াউর রহমান ও তার পরিবার ছাড়া আরো সুফলভোগী আছে। তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নুরুল আলম, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: