মসিকে ৪ কোটি টাকা ব্যয়ে তিন সড়কের নির্মাণ কাজ শুরু
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় চার কোটি টাকায় ব্যয়ে তিনটি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর ২৪ নং ওয়ার্ডে এসব কাজের উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধনকৃত সড়কগুলো হচ্ছে- ছালাকান্দি শামসুন্নাহারের বাড়ি থেকে জিএম এর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা, বয়রা বসির মাস্টারের বাড়ি থেকে ফজলুল হক ডিলারের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা এবং ফসিলের মোড় থেকে পাগলা বাজার পর্যন্ত বিসি রাস্তা। এসব সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার।
উদ্বোধনকালে মেয়র ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক। আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি ময়মনসিংহবাসীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প দিয়েছেন। আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, রাস্তা বড় করার জন্য জায়গা ছাড়তে হবে, ড্রেনের জন্য জায়গা রাখতে হবে। একটি বাসযোগ্য নগরী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।