২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে অর্থায়ন নয় : ডিএনসিসি মেয়র
 
                                                                                                বিডিএফএন টোয়েন্টিফোর.কম
২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অর্থায়ন করবে না বলে মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। আজ বুধবার রাজধানীর গুলশান-২ এর নগর ভবনে এক সভায় এ মন্তব্য করেন তিনি।
ডিএনসিসি মেয়র বলেন, ‘যেসব রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম সেই ধরনের রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ দেওয়া হবে না। যেখানে রাস্তায় ২০ ফুটের কম হলে অনুমোদনই পায় না, সেখানে বরাদ্দ দেওয়া হবে না। যারা অবৈধভাবে দখল করে রেখেছে তারা দখল ছেড়ে ক্লিয়ার না করে দিলে কাজ হবে না।’
আতিক বলেন, ‘সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নকশা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে প্রদান করতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
এ ছাড়া সভায় বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ, ময়লার প্যাসেঞ্জ পরিষ্কার ও কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তর নিয়ে আলোচনা হয়েছে।
সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                 
                                                                                