জনতা ব্যাংকের ঢাকা-দক্ষিণ বিভাগীয় অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন

জনতা ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ বিভাগীয় ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন জুন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-উত্তর বিভাগীয় কার্যালয়ে গতকাল আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. মজিবর রহমান ও ডিএমডি মো. ফয়েজ আলম। ঢাকা-দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের জিএম মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সংশ্লিষ্ট এরিয়াপ্রধান ও অন্য নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।