South east bank ad

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইউসিবি ইনভেস্টমেন্ট

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইউসিবি ইনভেস্টমেন্ট
 ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) আবারো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। ‘দি অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘সুকুক অ্যাডভাইজার অব দ্য ইয়ার’ এবং ‘বেস্ট ব্যাংক ক্যাপিটাল সুকুক’ শীর্ষক দুটি সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। টানা দ্বিতীয়বারের মতো এ সম্মাননা ইউসিবিআইএলের উদ্ভাবনী চিন্তাধারা, পেশাদার দক্ষতা এবং গ্রাহককেন্দ্রিক সেবার স্বীকৃতি।

দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ইউসিবিআইএল। প্রতিষ্ঠানটি এর আগে ইউরোমানি অ্যাওয়ার্ডস, ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস এবং এশিয়া মানি অ্যাওয়ার্ডসের মতো আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্প্রতি ইউসিবিআইএল ‘দি অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স ২০২৫’-এ পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে নজির স্থাপন করেছে।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: