রোবোটিকস টিমের সদস্যদের সংবর্ধনা দিল ইউআইইউ

আন্তর্জাতিক বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল ‘মিট দ্য চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ’ শীর্ষক এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিডির উপদেষ্টা আরিফুল হাসান অপু। এছাড়া আরো বক্তব্য দেন ইউআইইউর ইমেরিটাস অধ্যাপক ড. এম রিজওয়ান খান এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক এএসএম সালাহউদ্দিন।