চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা করেছে রূপালী ব্যাংক

রূপালী ব্যাংকের ‘চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বন্দর নগরীর একটি মিলনায়তনে শুক্রবার আয়োজিত এ সভায় ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় জুলাই ২০২৫ পর্যন্ত অর্জিত সাফল্য, চ্যালেঞ্জ ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এসএম দিদারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় সংশ্লিষ্ট জোনাল ম্যানেজার ও করপোরেট শাখার নির্বাহীরা উপস্থিত ছিলেন।