ক্যাশলেস সেবাকে সমৃদ্ধ করতে চুক্তি করল ট্রাস্ট ব্যাংক ও বিকাশ

ক্যাশলেস সেবাকে আরো সমৃদ্ধ করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বিকাশের মধ্যে নতুন সেবা প্রদান-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মামুন অর রশীদ এবং বিকাশের সিসিও আলী আহম্মেদ চুক্তিপত্র বিনিময় করেন।