লক্ষ্মীপুরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় গ্রাম পুলিশের মাঝে ৫৬ টি সাইকেল বিতরণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ ইমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সদর, লক্ষ্মীপুর, অমিত রায়, সহকারী কমিশনার (ভূমি), সদর, লক্ষ্মীপুর, কাজী খালেদা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সদর, লক্ষ্মীপুর।
উল্লেখ্য যে, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে লক্ষ্মীপুর জেলার পাচটি উপজেলায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে মোট ২৯৩ টি সাইকেল গ্রাম পুলিশের মধ্যে বিতরণ করা হয়েছে।
সাইকেল বিতরণের ফলে অত্র জেলার সকল ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জন্ম ও মৃত্যু নিবন্ধন ও পরিষদের অন্যান্য কার্যক্রম ত্বরান্বিত হবে।