রাস্তায় ফেলে যাওয়া সেই বৃদ্ধার পাশে ডিসি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চাঁপাইনবাবগঞ্জে ৮২ বছরের মর্জিনা বেগমকে রাস্তায় ফেলে গিয়েছিলেন তার ছেলে। গণমাধ্যমে বিষয়টি জেনে সেই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ.কে.এম. গালিভ খান। বিভিন্ন ফলমূল, চাল, ডাল, আটা ও শাড়ি নিয়ে তাকে দেখতে যান। আর্থিক সহায়তা হিসেবে দিয়েছেন ১২ হাজার টাকা। এ ছাড়া তার চিকিৎসার দায়িত্ব নেন তিনি।
মর্জিনা বেগম স্বামী হারিয়েছেন ৪০ বছর আগেই। নিজের পেটে ধরেছেন পাঁচ পাঁচটি সন্তান। কোলে-পিঠে করে তাদের বড় করেছেন। কিন্তু জীবনের পড়ন্ত বেলায় তাদের কারও ঘরেই ঠাঁই হয়নি। শুক্রবার দিনের কোনো এক সময়
সেই মাকে রাস্তায় ফেলে চলে যান ছোট ছেলে মনিরুল ইসলাম ও তার ছেলে। এর আগে গত দুই মাস ধরে তার বাসাতেই ছিলেন মর্জিনা বেগম। পরে এলাকাবাসীর সহায়তায় তার আশ্রয় মেলে মেয়ের বাসার পাশের এক ভাড়া বাড়িতে।
এ অমানবিক সংবাদটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে জেলা প্রশাসক গালিভ খানের হৃদয় নাড়া দেয়। তিনি গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালিগ্রাম মহল্লার কর্দমাক্ত রাস্তা পেরিয়ে সেই বৃদ্ধার বাসায় যান। তার শারীরিক খোঁজখবর নেন। এ সময় ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে তাকে বিভিন্ন ফলমূল, চাল, ডাল, আটা, শাড়ি-কাপড়, ওষুধ ও আর্থিক সহায়তা হিসেবে নগদ ১২ হাজার টাকা দেন।
জেলা প্রশাসক এ.কে.এম. গালিভ খাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হলো- কাউকে অসহায় হিসেবে রাখা যাবে না। তাই এই বৃদ্ধ মায়ের পাশে এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তবে মা-বাবার প্রতি একজন সন্তানের এমন কর্মকা- মোটেও কাম্য নয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ এবং জেলা কৃষকলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাকিম প্রমুখ।