কষ্ট লাগব হবে ১১২ গ্রাম পুলিশের: ত্রিশালে গ্রাম পুলিশরা পেল নতুন বাইসাইকেল ও ইউনিফর্ম
ত্রিশাল প্রতিনিধি
জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ আইন শৃংখলা রক্ষা এবং সরকারের যেকোন আদেশ মুহুর্তের মধ্যেই এখন থেকে পৌছে যাবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। সহজেই পাওয়া যাবে সকল প্রকার খবরা খবর। আর এ আয়োজনের ব্যবস্থাপনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের এমন সফল কর্মকান্ড উপস্থাপন করে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন যা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
তিনি বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সামনে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ১১২জন গ্রাম পুলিশ, দফাদার, মহল্লাদারদের মাঝে নতুন বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথ বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ গ্রাম পুলিশ, দফাদার, মহল্লাদারদের সহায়ক হিসেবে কাজ করবে।
উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, বালিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল প্রমূখ।