গণঅভ্যুত্থানে নিহত গার্মেন্টস শ্রমিকদের জন্য করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন

ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানে নিহত ৮ সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নিহত পরিবার ও গার্মেন্টস শ্রমিকদের জন্য করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার পরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (NGWF) উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ৪০ থেকে ৫০ জন।
সংবাদ সম্মেলনে কিছু দাবি তুলে ধরা হয়অ দাবি গুলো হলো-
১। অবিলম্বে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৮ সদস্যসহ ১১ জন গার্মেন্টস শ্রমিক ও সব শ্রমিক হত্যার বিচার, দায়ীদের শান্তি নিশ্চিত করতে হবে।
২। নিহত ফেডারেশনের ৮ সদস্যের পরিবার ও সব শ্রমিক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৩। ফেডারেশনের আহত ৫০ সদস্যসহ সব আহত শ্রমিকের প্রয়োজনীয় এবং উচ্চতর চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
৪। গত মজুরি আন্দোলনে ২০ হাজার গার্মেন্টস শ্রমিকের নামে দায়েরকৃত ৪৩টি সহ-শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৫। প্রত্যেক কারখানায় ৭ কর্ম দিবসের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬। যেসব কারখানার শ্রমিকেরা এরই মধ্যে মিডলেভেল ম্যানেজমেন্টদের বিরুদ্ধে অভিযোগ করেছে তদন্ত
সাপেক্ষ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭। বে-আইনীভাবে শ্রমিকদের ব্লাক লিস্ট (কালো তালিকা) করা বন্ধ করতে হবে। ইতিপূর্বে ব্লাক লিস্টকৃত তালিকা বাতিল করতে হবে।
৮। গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বহিরাগতদের চিহ্নিত করে শান্তির আওতায় আনতে হবে।
৯। শ্রমিক সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সব বাধা দূর করতে হবে।
১০। কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে।
১১। ট্রেড ইউনিয়ন গঠন এবং পরিচালনায় সব বাধা দূর করতে হবে।
১২। ৪২ লাখ গার্মেন্টস শ্রমিকসহ নিম্ন আয়ের শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
১৩। কোনো কারখানায় অসন্তোষ দেখা দিলে শ্রমিক প্রতিনিধিদেরসহ দ্রুত সামাধান করতে হবে।
১৪। দ্রুত সময়ের মধ্যে শ্রম আদালতের মামলা নিষ্পিত্তি করতে হবে।
১৫। আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ এর আলোকে বাংলাদেশে বর্তমানে প্রচলিত শ্রম আইন ও শ্রম বিধিমালাকে সংস্কার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চৌধুরী আশিকুল আলম চেয়ারম্যান এনজি ডব্লিউ এফ ও কেন্দ্রীয় নেতা স্কপ, কান্ট্রি ডিরেক্টর অ্যাডভোকেট এম নাসিম, নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আইবিসি শহীদুল্লাহ বাদল, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন প্রমুখ।