আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম নিয়মিত নাকি ভারপ্রাপ্ত ?
সম্প্রতি নিয়োগপ্র্রাপ্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম নিয়মিত নাকি ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন তা নিয়ে নতুন করে সংশয়ের সৃষ্টি হয়েছে।
গত ২৩ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে (৩৮০১৩) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে বদলি ও পদায়ন করা হয়।
এদিকে রোববার (৯ আগস্ট) গত (২৩ জুলাই) প্রজ্ঞাপনের বরাত দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে (৩৮০১৩) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে বদলি ও পদায়ন করেন।