আবাসন খাতে নতুন কোম্পানি ইন্টারিয়েলটি
গ্রাহকদের আন্তর্জাতিকমানের আবাসন সেবা এবং এ সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে আবাসন কোম্পানি ইন্টারিয়েলটি। দেশের আবাসন খাতে ভিন্নতা আনার প্রত্যয় জানিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কোম্পানিটি। গ্রাহক, বিক্রেতা ও কোম্পানি সবার জন্য অনন্য ও কার্যকর উপায়ে সেবা প্রদান, বৈশ্বিক মানের কর্পোরেট আবাসন খাত গড়ে তোলা এবং সম্পত্তি ব্যবস্থাপনা প্রক্রিয়া উন্নয়নের মাধ্যমে দেশের আবাসন খাতের অবকাঠামো উন্নয়নে ইন্টারিয়েলটি অত্যাধুনিক সফটওয়্যার চালু করবে শিকদার গ্রুপের এ অঙ্গ প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে ইনটিরিয়ালটি’র মহাব্যবস্থাপক বেঞ্জামিন ক্র্যাব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কোম্পানির উচ্চপদস্থ কর্মকতারাও উপস্থিত ছিলেন।