দুস্থ নারীর সহায়তায় ডিবিএইচ কর্মীদের স্বেচ্ছাশ্রম
ডেল্টা-ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা এবারও ঢাকার অদূরে ধামরাইয়ের আনন্দনগরে একজন অসহায় বিধবা নারীর জন্য স্বেচ্ছাশ্রমে স্বল্প ব্যয়ে বাড়ি নির্মাণের কার্যক্রমে অংশগ্রহণ করেন। ডিবিএইচের সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান হ্যাবিটাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্বল্প ব্যয়ে নি¤œবিত্ত মানুষের জন্য এ বাড়ি নির্মাণ কার্যক্রমের আয়োজন করে। ডিবিএইচের কোম্পানি সচিব জসিম উদ্দিনের নেতৃত্বে ২০ জনের একটি দল ধামরাইয়ে বাড়ি নির্মাণের এ কার্যক্রমে অংশ নেয়। সংবাদ বিজ্ঞপ্তি।