শিরোনাম

South east bank ad

ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করলো মেঘনা ইন্স্যুরেন্স

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করলো মেঘনা ইন্স্যুরেন্স

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সোমবার দুপুরে সংগঠনের নসরুল হামিদ মিলানায়তনে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে সুরক্ষা সামগ্রী হিসেবে দশ হাজার মাস্ক হস্তান্তর করেন মেঘনা ইন্স্যুরেন্সের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন মেজর (অবসরপ্রাপ্ত) আলমগীর হোসেন। এ সময় মেঘনা ইন্স্যুরেন্সের হেড অব ব্রাঞ্চ কন্ট্রোল গোলাম আল মামুন, কোম্পানি সেক্রেটারি আব্দুস সামাদ, ব্যাকপেজ পিআর এর আজম চৌধুরী উপস্থিত ছিলেন।

কোভিড সুরক্ষা সামগ্রী হাস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিআরইউ’র সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ, রফিক রাফি ও নার্গিস জুঁই উপস্থিত ছিলেন।

ডিআরইউ নেতৃবৃন্দ চলমান করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করায় মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি পক্ষ থেকে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

BBS cable ad

বীমা এর আরও খবর: