মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা প্রচার প্রশিক্ষণ প্রোগ্রাম
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিঃ -এর "Training Programme on Business promotion" শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান খুবই আড়ম্বরপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।
বিশ্ব নারী দিবসের দিনে অনুষ্ঠিত মহিলা জোন ইনচার্জগনের প্রশিক্ষণের সমাপ্তি দিবসে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং বর্তমান পরিচালক যিনি সকলের কাছে মমতাময়ী মা হিসেবে পরিচিত সকলের প্রিয় ম্যাডাম হাসিনা নিজাম উপস্থিত হয়ে মহিলা জোন ইনচার্জ গনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।
কোম্পানির মহিলা জোন ইনচার্জগন আজকের এই বিশেষ দিনে হাসিনা নিজাম ম্যডামকে তাদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্বের সমাপনী দিনে কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ পাভেল এবং পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ অংশগ্রহণকারী জোন ইনচার্জগনের সাথে মত বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এন. সি. রুদ্র, ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ, ডিএমডি মোঃ আবুল বাসার, ডিএমডি এ.কে.এম. রকিবুল হাসান সুমন, ডিএমডি জনাব সৈয়দ আব্দুল মতিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রশাসন ও লোকবীমা ডিভিশন প্রধান মিঞা মোঃ মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে পরিচালক হাসিনা নিজাম প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী জোন ইনচার্জগনকে তার পক্ষ থেকে উপহার প্রদান করেন।