South east bank ad

জীবন বীমা করপোরেশনের নতুন চেয়ারম্যান সাবেক সচিব আসাদুল ইসলাম

 প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

জীবন বীমা করপোরেশনের নতুন চেয়ারম্যান সাবেক সচিব আসাদুল ইসলাম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন (জেবিসি)’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে সরকারের সাবেক সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। বীমা করপোরেশন আইন ২০১৯ এর ৯(১)(ক) ধারার বিধান অনুযায়ী দু’বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।

গত ৭ মার্চ ২০২২ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রিয় ব্যাংক শাখা । রাষ্ট্রপতির আদেশক্রমে চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. জেহাদ উদ্দিন। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সবশেষ দায়িত্ব পালন করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। ২০১৮ সালের ১৯ আগস্ট তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন মো. আসাদুল ইসলাম।

BBS cable ad

বীমা এর আরও খবর: