শিরোনাম

South east bank ad

ফারইস্ট এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

ফারইস্ট এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শান্তনু সাহাসহ চার কর্মকর্তার বিরুদ্ধ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন- প্রতিষ্ঠানটির এমডি শান্তনু সাহা, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাফিজুর রহমান, সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আহসানুল ইসলাম।

তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধ বাবদ টাকা উত্তোলন করে আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। দুদকের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্থার উপ-পরিচালক আব্দুল মাজেদ মামলার বিষয়ে সুপারিশ করলে কমিশন তা মঞ্জুর করে। দুদকের অভিযোগে বলা হয়, ফারইস্ট ফাইন্যান্স কর্তৃক বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধ বাবদ ৬১ লাখ ২০ হাজার ১১ টাকা উত্তোলন করে আত্মসাৎপূর্বক স্থানান্তর, পাচার, প্লেসমেন্ট ও লেয়ারিংয়ের মাধ্যমে অপরাধ করেছেন আসামিরা।

দুদকের প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণ হওয়ায় তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।

BBS cable ad

বীমা এর আরও খবর: