South east bank ad

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   জুয়েলারি

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে
আন্তর্জাতিক বাজারে দাম কমেছে স্বর্ণের। চলতি বছরের ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বাড়ানোর খবরে বুধবার পণ্যটির দাম নেমে আসে তিন মাসে সর্বনিম্নে। খবর বস্নুমবার্গ। জানা গেছে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বরেই ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে। গত মাসেও এ সম্ভাবনার হার ছিল ৩৯ শতাংশ। ফেড ফান্ড ফিউচারের এ তথ্য প্রকাশের পর ডলারের বিনিময় মূল্য বেড়ে যায়, যা একই সঙ্গে নিম্নমুখী করে তোলে মূল্যবান ধাতুটির বিনিয়োগ চাহিদা। এর আগে গত শুক্রবার অক্টোবরে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের ঊর্ধ্বমুখিতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তাতে চলতি বছরেই দেশটিতে সুদহার বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। ওই সময় পণ্যটির সাপ্তাহিক দরপতনের হার উঠে যায় চলতি বছরের সর্বোচ্চে। নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম কমেছে দশমিক ৩ শতাংশ। বুধবার মূল্যবান ধাতুটির দাম নেমে আসে প্রতি আউন্স ১ হাজার ৮৪ ডলার ৯০ সেন্টে। এর আগে মঙ্গলবার পণ্যটির দর নেমে আসে ১ হাজার ৮৪ ডলারে, যা ৭ আগস্টের পর সর্বনিম্ন।
BBS cable ad

জুয়েলারি এর আরও খবর: